গত সপ্তাহের শেষ দিন অর্থাৎ গতকাল আচমকাই এক আকস্মিক দুর্ঘটনায় প্রাণ যায় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যানের৷ তিনি ছিলেন রতন টাটার এককালের উত্তরাধিকার৷ উল্কার বেগে উত্থান হয়েছিল তাঁর৷ সেই সেইরাস মিস্ত্রির বিদায়ও হল আকস্মিক৷
রবিবার দুপুর ৩টে৷ মহারাষ্ট্রের পালঘর জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান৷ সেই সঙ্গে শেষ হল কর্পোরেট দুনিয়ার এক অধ্যায়৷ শাপুরজি-পালোনজি গোষ্ঠীর মালিক সাইরাস মিস্ত্রি ছিলেন টাটা গোষ্ঠীর সবচেয়ে বড় স্টেকহোল্ডার পালোনজি মিস্ত্রির ছোট ছেলে।
আহমেদাবাদ থেকে মুম্বই ফিরছিলেন সাইরাস। মহারাষ্ট্রের পালঘর হাইওয়েতে ডিভাইডারে ধাক্কা মেরে তাঁর গাড়ি উলটে যায়। তাতে প্রয়াত হন তিনি। জানা গিয়েছে, ঘণ্টায় প্রায় ১৩৫ কিলোমিটার বেগে চলছিল তাঁর গাড়ি!
যাত্রীরা কেউই সিটবেল্ট পড়েননি। সাইরাসের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল, মাথায় গুরুতর আঘাতের কারণেই ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। একই কারণে মৃত্যু তাঁর বন্ধু জাহাঙ্গির পাণ্ডোলের। গতকাল অর্থাৎ মঙ্গলবার মুম্বইয়ে সাইরাস মিস্ত্রির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, আঘাত লাগার পর মাথায় ব্যাপক রক্তক্ষরণ হয়েছিল সাইরাসের, বুকেও গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, পালঘরের চারোটি চেকপোস্ট পেরিয়ে পরের ২০ কিলোমিটার মাত্র ন’মিনিটে অতিক্রম করেছিল টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির গাড়ি।