আজকাল বাড়িঘর ঘিরে থাকে নানান ধরণের তারে। বেশিরভাগ সময়ে সেগুলি কনসিল্ড থাকে বলে স্বাস্থ্যের ওপরে তাদের কুপ্রভাবের কথা বোঝা যায় না। নিম্নমানের তার শর্ট-সার্কিট ঘটাতে পারে ও সেগুলিতে থাকা লেড ও ক্যাডমিয়ামের মত টক্সিক এলিমেন্ট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হেভি অ্যাপ্লায়েন্সের জন্য বাড়িতে নিম্নমানের তার ব্যবহার করা বিপজ্জনক হতে পারে।
গ্রাহকদের উচিত বাড়িতে ব্যবহারের জন্য আনা তারের মান বিষয়ে সচেতন থাকা। আজকাল সচেতন ওয়্যার ও কেবল নির্মাতারা তাদের প্রস্তুত-পদ্ধতিতে পরিবর্তন এনে যেসব তার বাজারে আনেন সেগুলি অনেকটাই টক্সিক এলিমেন্ট-মুক্ত। এর ফলে গ্রাহকরা উপকৃত হন। গ্রাহকদের উচিত বাড়ির জন্য তার নির্বাচনের ক্ষেত্রে ৫টি গুণমানের দিকে লক্ষ্য রাখা: শক প্রোটেকশন, এনার্জি এফিসিয়েন্ট, নন-টক্সিক-লেড ফ্রি, লং রানিং ও ফায়ার সেফটি।
পলিক্যাব ইন্ডিয়া লিমিটেডের প্রেসিডেন্ট (রিটেল ওয়্যারস অ্যান্ড সুইচগিয়ার্স) গুলশন কুমার এপ্রসঙ্গে বলেন, বাড়ির জন্য ব্যবহার্য তারের ক্ষেত্রে ইকো-ফ্রেন্ডলি ও দীর্ঘস্থায়ী তার বেছে নেওয়া উচিত। ফাইভ-ইন-ওয়ান গ্রিন শিল্ড টেকনোলজি সমৃদ্ধ পলিক্যাব গ্রিন ওয়্যার হল পলিক্যাবের সর্বাধিক টেকনোলজিক্যালি অ্যাডভান্সড ইন-হাউস ওয়্যার। এই ওয়্যার দেয় সুপিরিয়র ফায়ার সেফটি, এনার্জি এফিসিয়েন্সি, শক প্রোটেকশন ও লঙ্গার অপারেশনাল লাইফ। এগুলি লেড-ফ্রি ও নন-টক্সিক উপাদানে প্রস্তুত।