পাঠকের অভাবে ধুঁকছে সদর বিডিও অফিসের লাইব্রেরী

ইংরেজি হরফে বাংলায় লেখা রয়েছে জলপাইগুড়ি সদর ব্লক পঞ্চায়েত সমিতি লাইব্রেরি, ভেতরে ঝা চকচকে র‍্যাকে থরে থরে সাজানো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন থেকে শুরু করে কিরীটি রায় ,গল্প সমগ্র ১, শয়ে শয়ে বই,, রয়েছেন ২০২৪ সালে গ্রন্থাগারিকের দায়িত্বে আসা শবনম মুস্থাফি, নেই শুধু পাঠক।

জলপাইগুড়ি সদর ব্লক পঞ্চায়েত সমিতি লাইব্রেরী প্রসঙ্গে শবনম মুস্তাফি আক্ষেপের সুরে বলেন, এখানে প্রায় ৯ হাজার বিভিন্ন বিষয়ের বই রয়েছে। আমি চাই সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা প্রদানকারী এই লাইব্রেরিতে পাঠকেরা আসুক ,বিশেষ করে আশপাশের এলাকার ছাত্র ছাত্রী দের কাছে এটি একটি বড় প্রাপ্তি কারণ এই লাইব্রেরিতে এমন কিছু বই রয়েছে যে গুলো বাজারে অনেক দাম, অনেকেই সেই বই গুলো কিনে পড়তে সক্ষম নাও হতে পারে, অথচ আমাদের এই লাইব্রেরিতে এসে সম্পূর্ণ বিনামূল্যে সেই মূল্যবান বই অনায়াসে পড়তে পারেন যে কেউ।