বড় ছক কষছে রাশিয়া

পূর্ব আশঙ্কা থাকলেও সংশয় ছিল মনে, কিন্তু এই আশঙ্কাকে সত্যি করে শুরু হলো যুদ্ধের৷ শুরু হয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ৷ সামরিক অভিযান, সাইবার হামলার পর ইউক্রেনের বিরুদ্ধে এবার কি ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের ছক কষছে রাশিয়া? এমনই দাবি করা হয়েছে এক ব্রিটিশ সংবাদমাধ্যমে৷ কিন্তু ‘ফাদার অফ অল বম্বস’ বা এফওএবি কী? 

এটি হল বিশাল শক্তিশালী একটি থার্মোব্যারিক বোমা৷ ৪৪ টনের এই টিএনটি বোমার অভিঘাতের পরিসর হতে পারে প্রায় ৩০০ কিলোমিটার৷ বিমান থেকে এই বোমা ফেলা হয়৷ মাঝ আকাশেই তা ডিটোনেট করা হয়৷ এই বোমা ফাটার পর যে শকওয়েভ তৈরি হয় এবং যা তাপমাত্রার সৃষ্টি হয় তার অভিঘাত এতটাই বেশি যে ক্ষতির পরিমাণ কল্পনাতীত৷ ২০০৭ সাল থেকে এই ভয়ঙ্কর বোমাটি তৈরি করে রাশিয়া৷

যা আমেরিকার ‘মাদার অফ বম্বস’ বা এমওএবি-র থেকে চারগুণ বেশি শক্তিশালী৷ ২০১৭ সালে ইসলামিক স্টেটের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করেছিল ওয়াশিংটন৷ এই বোমা বিস্ফোরণের জেরে কত মানুষ প্রাণ হারিয়েছিলেন, তা অবশ্য প্রকাশ্যে আনেনি আমেরিকা৷ আরও একটি দেশের হাতে রয়েছে ‘মাদার অফ বম্বস’৷ আমেরিকাকে টক্কর দিতে এই বোমা তৈরি করেছিল চিন৷ ২০১৯-এ সেই বোমার পরীক্ষাও করে বেজিং৷ 

এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ ঘোষণা করতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে #তৃতীয় বিশ্বযুদ্ধ৷ এটাই এখন ট্রেন্ডিং হয়ে গিয়েছে৷ ইউক্রেনে একের পর এক শহর দখল নিতে শুরু করেছে রাশিয়া৷ বিস্ফোরণের পাশাপাশি চলছে মিসাইল হানা৷