৫ বছরের সন্তান নিয়েই বিয়ের পিঁড়িতে রুপাঞ্জনা

ফের নতুন করে সাত পাঁকে বাধা পড়তে চলেছেন জনপ্রিয় টেলিঅভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। আগের বিয়ে টেকেনি। ৭ বছর আগেই ডিভোর্সের পাঠ চুকে গিয়েছিল। দীর্ঘদিন পর নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন তিনি। রয়েছে একটি পাঁচ বছরের পুত্র সন্তানও। নতুন স্বামী রাতুল ছেলেকে মেনে নিয়েছেন নিঃসংকোচে।

রাতুল-রূপাঞ্জনার দীর্ঘ ৬ বছরের সম্পর্ক। এমনকি গত বছরে শুরুর দিকে তারা আংটি বদলও করেছিলেন। এবার সম্পর্ককে বিয়ের পরিণতি দেওয়ার পালা। জানা যাচ্ছে আগামী মাসে অথাৎ ১৯শে এপ্রিল ধূমধাম করে বিয়ের সানাই বাজবে।

রূপাঞ্জনার ডিভোর্সি স্টেটাস, সিঙ্গল মাদার হওয়াটা এই সম্পর্কে বাধা হয়নি। দুজনের বয়সের ফারাক নিয়েও চিন্তিত নন রাতুল। ভালোবেসে পরস্পরের হাতটা ধরেছেন তাঁরা।

দুজনের মধ্যে বয়েসের ফারাকও বেশ দৃষ্টান্তমূলক। তবে তা নিয়ে কারোর দিক থেকেই কোন সমস্যা নেই। তবে পরিবার মেনে নিয়েছে কিনা এই বিষয়ে প্রশ্ন করাতে রাতুল এড়িয়ে যায়। পুত্র রিয়ান অবশ্য নতুন বাবাকে পেয়ে খুব খুশি। তার সামনেই হয়েছে আংটি বদল।