বন্ধ ঘরের ভেতর থেকে পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য

বন্ধ ঘরের ভেতর থেকে পচাগলা মৃত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাগারীর পার এলাকায়। মৃত ব্যাক্তির নাম দুলাল দাশ। পেশায় ফল ব্যাবসায়ী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি এবং সার্কেল ইন্সপেক্টর কল্যাণ গুরুং।
জানা যায় যে, ঐ ব্যাক্তির স্ত্রী প্রায় ৩ বছর আগে মারা গিয়েছিলেন। তার ৩টি সন্তান রয়েছে। বাচ্চারা ছোট থাকায় বেশীর ভাগ সময় মামার বাড়িতে থাকেন। তার বড়ো ছেলে তার বাবার কাজে সাহায্য করে। সেও কয়েক দিন থেকে মামার বাড়িতেই ছিলেন। সোমবার দুলাল বাবুর বড়ো ছেলে সকাল ৯ টা নাগাদ বাড়িতে এসে দেখতে পায় মূল গেটের বাইরে তালা মারা অবস্থায় রয়েছে। পাশের অপর একটি গেট দিয়ে ঢুকে দেখতে পায় বিছানার মধ্যে পরে রয়েছে বাবা। ছেলের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায়। কিন্তু পুরো বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় ঘটনাস্থলে আসেন সার্কেল ইন্সপেক্টর। তার উপস্থিতিতেই দেহ উদ্ধার করে পুলিশ। তবে ঐ ব্যাক্তির মৃত্যু কিভাবে হয়েছে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলা সম্ভব নয় এবং পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে পুলিশ সূত্রে খবর।