রাজ আমলের বাড়িগুলোর ছাদ অক্ষত কিন্তু মাঝে মাঝে ভেঙে পড়ছে ভবানীগঞ্জ বাজারে ছাদের অংশ

বড় দুর্ঘটনার হাত থেকে আবারো রক্ষা পেলো কোচবিহারের ৮ নম্বর ওয়ার্ডের ভবানীগঞ্জ বাজারের জাপানি পট্টির দোকানদার সহ সেই রাস্তা দিয়ে যাতা করা সাধারণ মানুষ।

এর আগেও এখানে অনেকবার ছাদের অংশ ভেঙে পড়েছিল। সেই ঘটনারই পুনরাবৃত্তি গতকাল রাতে। সকালে দোকান খুলতে এসে এমনই দৃশ্য নজরে আসে স্থানীয় দোকানদারদের।
ছাদের অবস্থা করুণ দেখে আগেও কয়েকবার তারা প্রশাসনকে এবং ব্যবসায়ী সমিতিকে জানিয়েছিল।
কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।

বর্তমান পরিস্থিতিতে ব্যবসার অবস্থা করুণ। তার ওপর মাঝেমধ্যেই ছাদের অংশ কিছুদিন পর পর খসে পড়ছে। এতে তারা খুবই চিন্তিত। তারা মনে করেন দিনের পর দিন এমন ঘটনা তাদের ব্যবসা ক্ষতি মুখে পড়ছে।

স্থানীয় দোকানদার জানান, ভবানীগঞ্জ বাজারের ৮ নম্বর ওয়ার্ড রাজার আমল থেকে বিখ্যাত। আপনারা শুনে অবাক হবেন রাজার আমলে তৈরি বিল্ডিং গুলো এখনো অক্ষত রয়েছে। কিন্তু গত ২৫ বছর আগে তৈরি হওয়া বিল্ডিং গুলি মাঝেমধ্যেই ধ্বসে পড়ে যাচ্ছে। এর আগেও এইভাবে ছাদের অংশ খসে পড়ায় একজনের মাথা ফেটে ছিল। ক্ষতি হয় আরেক জনের গাড়ির। আমরা এই অবস্থা দেখে খুবই চিন্তায় আছি। অথচ পৌরসভার কোন হেলদোল নেই। গত কাল রাতে যখন এটা খসে পড়ে তখন কোন প্রাকৃতিক দুর্যোগ ছিল না তবুও এমন ঘটনা ঘটে যায়। আমাদের চিন্তা হয় যদি ভূমিকম্প হয় তাহলে এই বিল্ডিং এর কি অবস্থা হবে। আগামী দিনে এই জায়গাটি ব্যবসায়ীদের ক্ষেত্রে এবং খরিদ্দারদের ক্ষেত্র খুব বিপদজনক হয়ে দাঁড়াবে।

বর্তমান পৌর প্রশাসক মিনা তর সমস্ত অভিযোগ অবশ্য কোচবিহারের প্রাক্তন আধিকারিকদের ওপরই চাপিয়ে দেন। তিন বলেন, দুর্ঘটনার তো বলে কয়ে আসে না। এটা আগের থেকেই হয়ে আসছে। আগে যারা ছিলেন তাদের এটা করা উচিত ছিল। একটা চাদের অংশ ভেঙে পড়ে যে কোন লোক মারা যেতে পারে। আমি তিন চার মাস হয়েছে এসেছি। ব্যবসায়ী সমিতির এই ব্যাপারে হেডেক নেবার দরকার নেই। আমার কাছে যেহেতু ঘটনাটি এসেছে আমি এটা নিশ্চয়ই দেখব।