অধিনায়ক হিসেবে ফের প্রত্যাশা পূরণে ব্যর্থ রোহিত শর্মা

অধিনায়ক হিসেবে ফের প্রত্যাশা পূরণে ব্যর্থ রোহিত শর্মা। আশা ছিল, খারাপ ফর্ম কাটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের শেষ দিনে একটি চোখ ধাঁধানো ইনিংস খেলবেন হিটম্যান। কিন্তু, তেমনটা হল না। এদিনও খারাপ ফর্ম অব্যাহত রেখে মাত্র ৯ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। জমজমাট ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত বর্ডার-গাভাসকার সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ। মেলবোর্নে আয়োজিত এই ম্যাচ গড়িয়েছে পঞ্চম দিনে। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়াকে ৩৪০ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ভারতের শুরুটা অবশ্য বেশ খারাপ হয়েছে। শুরুর দিকে রোহিত বেশ দেখেশুনে খেলছিলেন। কিন্তু, আচমকাই কামিন্সের বলে শট মারতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেন তিনি। রোহিতের ক্যাচ তালুবন্দি করতে ভুল করেননি মিচেল মার্শ। ৪০ বল খেলে মাত্র ৯ রান করে ফিরে যান সাজঘরে। রোহিত আউট হওয়ার পর আরও একবার হিটম্যানের অবসরের দাবি জোরাল হতে শুরু করেছে।

এবারই প্রথম নয়, গোটা ইনিংসেই ব্যর্থ রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচ খেলেননি রোহিত শর্মা। সেইসময় তিনি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছিলেন। আশা করা হয়েছিল, রোহিত দলে ফিরলে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট হয়ত আরও শক্তিশালী হবে। কিন্তু, তেমনটা হয়নি। গোটা সিরিজে এখনও পর্যন্ত ৫ ইনিংসে তিনি মাত্র ৩১ রান করেছেন। রোহিতের এই ধারাবাহিক খারাপ পারফরম্যান্সে হতাশ ভারতীয় ক্রিকেট সমর্থকরা। মেলবোর্ন টেস্টের পঞ্চম দিন লাঞ্চ ব্রেক পর্যন্ত মাত্র ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। এদিন ৫ বল খেলে শূন্য রানে ফিরেছেন রাহুল। রান পাননি বিরাট কোহলি। তিনি ২৯ বল খেলে ৫ রান করে সাজঘরে ফিরেছেন। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স পেয়েছেন দুটি উইকেট। বিরাটের উইকেট তুলে নিয়েছেন মিচেল স্টার্ক। দ্বিতীয় সেশনে উইকেট পড়েনি ভারতের। ৭৯ রান যোগ করেছেন যশস্বী ও পন্থ। ভারতের রান ৩ উইকেট হারিয়ে ১১২। দু’জনেই অপরাজিত রয়েছেন। যশস্বী ব্যাট করছেন ব্যক্তিগত ৬৫ রানে। পন্থ অপরাজিত রয়েছেন ২৯ রানে। ফলে চা বিরতিতে কিছুটা স্বস্তিতে রয়েছে ভারত।

এই পরিস্থিতিতে ভারতের সামনে জয়ের রাস্তাটা যে বেশ কঠিন হয়ে গিয়েছে, তা বলা যেতেই পারে। মেলবোর্ন টেস্টে ভারত যদি হেরে যায়, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে তারা তিন নম্বরেই থাকবে। কিন্তু, টিম ইন্ডিয়ার পয়েন্ট ৫৫.৮৮ থেকে কমে ৫২.৭৮ হয়ে যাবে। যদিও এই পরিস্থিতিতেও ভারতীয় ক্রিকেট দল দৌড় থেকে ছিটকে যাবে না। সেক্ষেত্রে টিম ইন্ডিয়াকে শ্রীলঙ্কার উপর নির্ভর করতে হবে। যদি শ্রীলঙ্কা ২ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে ভারতের সামনে একটা সুযোগ খোলা থাকবে।