এবার ইস্তফা পত্র দিলেন তিনি। কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন প্রয়াত নেতা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির বিরুদ্ধে ক্ষোভ উগরে ইস্তফাপত্র পেশ করেন রোহন। একাধিক অভিযোগ তুলে কড়া ভাষায় তিন পাতার ইস্তফাপত্রে সমস্তটাই তুলে ধরেন তিনি। দীর্ঘদিন ধরে প্রয়াত প্রাক্তন প্রদেশ সভাপতি সোমেন মিত্রর সঙ্গে মতবিরোধ ছিল অধীরের। তাঁর মৃত্যুর পর সোমেনের পরিবারের সঙ্গেও দূরত্ব বজায় থাকে বহরমপুরের সাংসদের। এবারের বিধানসভা নির্বাচনের সময় যা চরম আকার নেয়। বিধানসভায় ব্যর্থতার দায় অধীরের উপর চাপিয়ে এবার প্রদেশ কমিটির সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন রোহন। কংগ্রেসের সাধারণ সম্পাদক থেকে ইস্তফা দিলেও, দল ছাড়ছেন না বলেই জানালেন রোহন মিত্র।
অধীর এবং প্রদেশ কংগ্রেসের অফিসিয়ালি মেল করে ইস্তফা পত্র পাঠিয়েছেন সোমেন-পুত্র। উল্লেখ্য, রোহনকে বাঁকুড়ার পর্যবেক্ষক করা নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁর ক্ষোভ ছিল অধীরের বিরুদ্ধে। তাঁকে মায়ের কাছাকাছি থাকার পরামর্শ দিয়েও প্রদেশ কংগ্রেসের এহেন দ্বিচারিতা মেনে নিতে পারছিলেন না তিনি। এমনকী, প্রথম দফায় সভাপতি পদ হারিয়ে ‘প্রতিহিংসা পরায়ণ’ হয়ে ওঠেন অধীর বলে অভিযোগ রোহনের। তাঁর দাবি, রোহনের যুব কংগ্রেসের সভাপতি হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলেন অধীরই। ফলে তাঁর প্রদেশ কংগ্রেসের পদ থেকে সরে দাঁড়ানোর জল্পনা আগেই তৈরি হয়েছিল। এবার সেই জল্পনা সত্যি করেই ইস্তফা দিলেন রোহন। সবমিলিয়ে নির্বাচনে ভরাডুবির জন্য অধীর ও প্রদেশ নেতৃত্বে অধীর অনুগামীদের দায়ী করেছেন রোহন।