অগ্রগতির দিকে এগোচ্ছে রাজ্য। দেশের মধ্যেও প্রথমবার তৈরী হল অভিনব রাস্তা। পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে তৈরি এই রাস্তা অবশ্য ইতিমধ্যেই নজর কেড়েছে বঙ্গবাসীর। পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ সদর মহকুমার রায়না-২ ব্লকের বুকে একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত এই রাস্তা বিস্তৃত হয়েছে।
রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার এই রাস্তার উদ্বোধন করেন। ৩২০ মিটার দীর্ঘ এই রাস্তাটি তৈরি করার জন্য খরচ হয়েছে ২২ লক্ষ ৯৪ হাজার টাকা। খণ্ডঘোষের এই রাস্তার বিশেষত্ব হল পিচের উপর নীল কোটিং দেওয়া হয়েছে। সাধারণ রাস্তার থেকে দুই বা তিনগুণ বেশি সময় পর্যন্ত টিকবে প্লাস্টিকের এই রাস্তা।
তীব্র গরমে কালো পিচের রাস্তা শুধু যে ফেটে যায় তাই নয়, এমনকি পিচও গলে যায়। এক্ষেত্রে সেই সুযোগ কম। জল জমার প্রবণতাও থাকবে না। দূষণও কম হবে। প্লাস্টিক থেকে দূষণ যাতে না ছড়ায়, সেই কারণেই এই ধরনের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।