জলদাপাড়া ফরেস্ট লাগোয়া এলাকায় রাস্তার কাজের সূচনা

জলদাপাড়া ফরেস্ট লাগোয়া এলাকায় এক কোটি তেইশ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের সূচনা।এলাকাবাসীর দাবি মেনে এদিন ফালাকাটা ব্লকের ছোট শালকুমার গ্ৰাম পঞ্চায়েতের জলদাপাড়া বনাঞ্চল সংলগ্ন এলাকায় ভৈরবহাট বাজার থেকে পূর্ব শিবনাথপুর হরিমন্দির হয়ে খাঁউচাদপাড়া রামকৃষ্ণ কার্জীর বাড়ি পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার পাকা রাস্তার কাজের সূচনা হলো।

এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মানিক রায় জানান পথশ্রী প্রকল্পের এই রাস্তা তৈরিতে ১ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয় হবে  ও এই রাস্তা তৈরির জন্য অর্থ বরাদ্দ হওয়ায় তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিনের পথশ্রী প্রকল্পের এই রাস্তার কাজের শুভ সূচনায় উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মানিক রায়, ছোট শালকুমার গ্ৰাম পঞ্চায়েত প্রধান বিউটি ঘোষ, অঞ্চল সভাপতি কল্লোল নট্ট , এলাকার পঞ্চায়েত মানস বর্মন সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যবৃন্দ।