হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়ার সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান  

দুই বছর বন্ধ থাকার পর স্কুল খোলার সাথে সাথে হোন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া(এইচএমএসআই)পুনরায় পশ্চিমবঙ্গে সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান চালু করেছে। উল্লেখ্যে, এই সচেতনতা অভিযান উপলক্ষে ৩০-৩১ আগস্ট শিলিগুড়িত হিন্দি বালিকা বিদ্যাপীঠে দুই দিনের এক শিবিরের আয়োজন করে এইচএমএসআই। প্রায় ২,০০০-এরও বেশি ছাত্র এবং স্কুলের কর্মীরা এই শিবিরে অংশ গ্রহণ করেন।

এইচএমএসআই –এর এই সড়ক নিরাপত্তা সচেতনতা উদ্যোগ ইতিমধ্যেই ৪৮  লক্ষেরও বেশি ভারতীয়দের কাছে ছড়িয়ে পড়েছে৷ এর দক্ষ নিরাপত্তা প্রশিক্ষকদের দল সারা ভারতে তার ১০টি  ট্রাফিক পার্ক এবং ৭টি সেফটি ড্রাইভিং এডুকেশন সেন্টারে (এসডিইসি) দৈনিক প্রোগ্রাম পরিচালনা করে। পাঁচটি সেশনের মাধ্যমে এইচএমএসআই তার জাতীয় সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচীকে মজাদার ও   বৈজ্ঞানিক করে তুলেছে। এই পাঁচটি সেশন হল- ইন্টারেক্টিভ সেশন, প্রাকটিক্যাল লার্নিং, বৈজ্ঞানিক থিওরি লার্নিং মডিউল, বর্তান চালকের রাইডিং দক্ষতাকে সম্মান প্রদান এবং লার্নিং বিকাম ফান।  

ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন, হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার, অপারেটিং অফিসার প্রভু নাগরাজ বলেন, আমরা গ্রাহকদের সড়ক নিরাপত্তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।তাই আমরা অন-গ্রাউন্ড রোড সেফটি ট্রেনিং-জাতীয় সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান পুনরায় শুরু করেছি।