কলকাতায় আরএলজি ক্লিন টু গ্রীন ক্যাম্পেন

রিভার্স লজিস্টিকস গ্রুপের (আরএলজি) সাবসিডিয়ারি আরএলজি সিস্টেমস ইন্ডিয়া তাদের ফ্ল্যাগশিপ ক্যাম্পেন ‘ক্লিন টু গ্রীন’-এর আওতায় ২০২২-২৩ অর্থবর্ষের জন্য কোম্পানির ‘অ্যাওয়ারনেস অ্যান্ড কালেকশন স্ট্রাটেজি’ ঘোষণা করেছে।

মিনিস্ট্রি অব ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি ও ডিজিটাল ইন্ডিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরএলজি’র মূল লক্ষ্য হল ইলেক্ট্রনিক্স বর্জ্যের দায়িত্ত্বশীল নিষ্পত্তি বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। সচেতনতা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে চালিত এই ক্যাম্পেনের অভিমুখ হবে ‘সেফ ই-ওয়েস্ট কালেকশন অ্যান্ড ডিসপোজাল’।

আরএলজি’র ক্লিন টু গ্রীন ক্যাম্পেন চালানো হবে ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের ২৪০টি শিক্ষা প্রতিষ্ঠান, ৭০টি আরডব্লিউএ, ৫০ বাল্ক কনজিউমার, ৪০ ডিলার/ রিটেলার ও ৪০টি ইনফর্মাল সেক্টরে। উল্লেখ্য, ভারত হল বিশ্বের তৃতীয় বৃহত্তম ‘ই-ওয়েস্ট প্রোডিউসার’। কলকাতায় ‘ক্লিন টু গ্রীন অন হুইলস’ ক্যাম্পেনের নির্বাচিত স্থান হল – বিড়লা হাই স্কুল ও ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল।