৬০০ জন শ্রমিকদের হাতে আইডেন্টিটি কার্ড তুলে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

শ্রম দপ্তরের পক্ষ থেকে আজ জয়ন্তিকা চা বাগানের ১৩৪৫ জন শ্রমিকদের মধ্যে থেকে ৬০০ জন শ্রমিকদের হাতে শ্রম দপ্তরের শ্রমিক আইডেন্টিটি কার্ড তুলে দিলেন বিল্ডিং ও নির্মিত বোর্ডের চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজ শ্রমিকদের কে সামনে রেখে রাজ্য সরকার শ্রমিকদের নিয়ে কি কি উন্নয়নমূলক কাজ করেছে এবং পরবর্তীতে কি কি করা হবে, সেই বার্তা তুলে ধরেন। ইতিমধ্যেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির সভায় এসে শ্রম দপ্তরকে নির্দেশ দেন শ্রমিক আইডেন্টিটি কার্ডের নির্দেশ দেওয়ার দুদিন পরেই ডুয়ার্সের দুটি বাগানে এই কার্ড ডিস্ট্রিবিউশন শুরু হয়। ইতিমধ্যেই বেশ কয়েকটি বাগানে শ্রমিক আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে, আজ ফাঁসিদেওয়া ব্লকের জয়ন্তিকা চা বাগানে দেওয়া হলো। ১৩৪৫ জনের মধ্যে ৬০০ জনকে দেওয়া হয়েছে বাকি শ্রমিকদের আগামী 16 তারিখের মধ্যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ।