ভারতে পুরুষদের ইনফার্টিলিটি বৃদ্ধি পাচ্ছে

ইনফার্টিলিটি বিশ্বব্যাপী একটি বড় সমস্যা। ভারতে, ১৫-২০ মিলিয়ন দম্পতি ইনফার্টিলিটি সমস্যার সম্মুখীন হয়ে থাকে বলে সমীক্ষায় উঠে এসেছে। এটি ভারতের সমস্ত দম্পতির ১৫-২০%। পুরুষ ইনফার্টিলিটি একটি ক্রমবর্ধমান সমস্যা। এটি ভারতে ৪০% ইনফার্টিলিটির ঘটনা। ডাক্তাররা গত ১০ বছরে পুরুষদের ইনফার্টিলিটির অনেক কেস দেখেছেন।

ইনফার্টিলিটি শুধু নারীর সমস্যা নয়। পুরুষরাও এই সমস্যায় পড়ে থাকেন। কিন্তু পুরুষরা প্রায়ই নীরবে ভোগেন। প্রয়োজনীয় সাহায্য তাঁরা পান না। অনেক কিছুর কারণে ইনফার্টিলিটি হতে পারে। এর মধ্যে রয়েছে অবরুদ্ধ প্রজনন ট্র্যাক্ট, হরমোনের ভারসাম্যহীনতা এবং শুক্রাণুর মান খারাপ হওয়া ইত্যাদি। বয়সও ফার্টিলিটিকে প্রভাবিত করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের শুক্রাণুর মান কমে যায়।

মানসিক চাপ, স্থূলতা এবং আসক্তিও ইনফার্টিলিটির কারণ হতে পারে। ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডক্টর সবনম পারভিন বলেন, “আধুনিক জীবনধারা এবং মানসিক চাপ পুরুষের ইনফার্টিলিটির কারণ। ব্যায়াম এবং একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবিষয়ে সাহায্য করতে পারে।” ছোট শহরগুলিতে ইনফার্টিলিটিকে কলঙ্কের সঙ্গে যুক্ত করা হয়। পুরুষরা সামাজিক মর্যাদা হারানোর ভয় পায়। এটিকে যাতে সাধারণ সমস্যা হিসেবে দেখে এর প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে আমাদের সচেতনতামূলক কর্মসূচি দরকার। স্পেশালাইজড ফার্টিলিটি ক্লিনিক এবিষয়ে সাহায্য করতে পারে।