২০২৪-এর আইপিলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্তই

২০২২-এর ডিসেম্বরের ভয়ানক দুর্ঘটনার দুঃস্বপ্নকে পিছনে ফেলে তরুণ ক্রিকেটার ঋষভ পন্ত সম্ভবত পরের আইপিএল খেলতে পারেন। দলের ক্রিকেট ডিরেক্টর তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পন্ত ভালো জায়গায় রয়েছেন, আসন্ন আইপিএল মরশুমে তাঁকে দলের হয়ে খেলতে দেখা যেতে পারে।

গত বছর নিজের গাড়ি চালিয়ে দিল্লি থেকে রুরকি যাওয়ার পথে হাইওয়েতে একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়েছিল তাঁর গাড়ী। সেই দুর্ঘটনা থেকে কোনও ক্রমে তিনি প্রাণে বেঁচে আসেন এবং ধীরে ধীরে সেখান থেকে তিনি বেশ সুস্থ হয়ে উঠেছেন।বৃহস্পতিবার কলকাতার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল গ্রাউন্ডে প্রশিক্ষণ করতে দেখা গিয়েছে পন্তকে।

সেখানে কথা বলতে দেখা গিয়েছে কোচ রিকি পন্টিং ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এবং সৌরভ জানিয়েছেন ১১ নভেম্বর পর্যন্ত পন্ত কলকাতাতেই থাকবেন। অন্যদিকে সম্প্রতি পন্ত নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে তাঁকে ও অক্ষর প্যাটেলকে অন্ধ্র প্রদেশের একটি তিরুপতি বালাজি মন্দিরে দেখা গিয়েছে।