রাইজ গ্লোবাল চ্যালেঞ্জ ২০২৩

রোডস ট্রাস্টের (Rhodes Trust) সঙ্গে পার্টনারশিপে শ্মিট ফিউচার্স (Schmidt Futures) ১৫ থেকে ১৭ বছর বয়সী তরুণদের রাইজ গ্লোবাল চ্যালেঞ্জ ২০২৩-তে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে লঞ্চ হচ্ছে ‘রাইজ টু’ ক্যাম্পেন। শ্মিট ফিউচার্স-এর এই ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এবং এরিক ও ওয়েন্ডি ওয়েন্ডি শ্মিটের কাছ থেকে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থমূল্যের জনহিতকর প্রতিশ্রুতি-সহ রাইজ সঙ্গে পেয়েছে এমন ব্যক্তিদের যাদের সুযোগের প্রয়োজন। রাইজ তাদের সহায়তা করছে যারা অন্যদের সেবায় নিজেদের গোটা জীবন উত্সর্গ করতে প্রস্তুত।

রাইজ এক দীর্ঘমেয়াদী কর্মসূচি নিয়েছে যাতে থাকবেন শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য প্রতিষ্ঠান, যাদের উদ্দেশ্য অন্যদের সেবা করা। এই প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের ১৫ থেকে ১৭ বছর বয়সীদের চিহ্নিত করা হবে এবং তাদের জীবনব্যাপী সেবামূলক কাজে উৎসাহিত করা হবে। এজন্য তাদের স্কলারশিপ, কর্মজীবন সংক্রান্ত পরিষেবা ও সুবিধাযুক্ত অর্থসাহায্য প্রদান করা হবে।

শুরু থেকে এ যাবৎ ১৭০টি দেশের ১৫০,০০০ জন মানুষকে রাইজ আহ্বান জানিয়েছে এবং ৬৯টি দেশের ২০০ জন বিজয়ীকে তাদের উৎকর্ষের জন্য নির্বাচিত করেছে। তাদের বিশেষ ক্ষেত্রগুলি হল শিক্ষাকে আরও সর্বজনগ্রাহ্য করে তোলা, গ্লোবাল ওয়ার্মিং রোখা ও আরও ভালভাবে ক্যান্সার নির্ণয়ের জন্য যন্ত্রপাতি তৈরি করা। বিগত দুই বছরে ভারতের ১৭ জন শিক্ষার্থীকে রাইজ গ্লোবাল উইনার হিসেবে নির্বাচিত করা হয়েছে। রাইজ গ্লোবাল উইনার-গণ তাদের লক্ষ্যপূরণের জন্য ও অন্যদের সেবার জন্য যথাযোগ্য সহায়তা পাবেন। রাইজ ওয়েবসাইটে ২০২৩-এর ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে।