তৃণমূলে যোগ দিলেন অসম কংগ্রেসের প্রাক্তন প্রধান রিপুন বরা। একসময় অসমের শিক্ষামন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীও ছিলেন রিপুন বরা। রবিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগ দেন।
Extending a very warm welcome to Shri @ripunbora, a stalwart and skilled politician, who joined the @AITCofficial family today.
We are extremely pleased to have you onboard and look forward to working together for the well-being of our people! pic.twitter.com/Tz0Q691Egd
— Abhishek Banerjee (@abhishekaitc) April 17, 2022
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, অসমের পর্যবেক্ষক সুস্মিতা দেব। সূত্রের খবর, সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন রিপুন বোরা।
From today I have started my new political journey! pic.twitter.com/pGWfycwI4D
— Ripun Bora (@ripunbora) April 17, 2022
এদিকে, সোনিয়া গান্ধীকে লেখা এক চিঠিতে রিপুন লিখেছেন, একবারে শুরু থেকে কংগ্রেস করে আসছিলাম। সেই দলকে ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে। অসমে ক্ষমতা হারানোর পর দলকে টেনে তুলতে অনেক চেষ্টাই করেছি। বিজেপির শাসনে দেশের গণতন্ত্র বিপন্ন। কিন্তু একটা বিষয় আপনাকে বলতে বাধ্য হচ্ছি, অসম কংগ্রেসের শীর্ষ কিছু নেতা তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। বিশেষকরে মুখ্যমন্ত্রীর সঙ্গে। এরকম অবস্থায় আর দলে থাকায় আর মন সায় দিচ্ছে না। তবে আগামীদিনে দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার জন্য বিজেপির বিরুদ্ধে আমার লড়াই আরও তীব্র হবে।