৫৩ বছরেই সব শেষ, প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে

সঙ্গীত জগতে ফের নক্ষত্র পতন। না ফেরার দেশে চলে গেলেন সঙ্গীত শিল্পী কে কে ওরফে কৃষ্ণ কুমার কুন্নথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। জানা গিয়েছে, নজরুল মঞ্চে গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠানের শেষে মৃত্যু হয় সঙ্গীতশিল্পী কে কে এর। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন। মূলত, যে হোটেলে তিনি ছিলেন, সেখানেই নাকি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন তিনি। পড়ে গিয়ে অসুস্থ হওয়ার পর ডায়মন্ড হারবার রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপরই হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, যখন তাঁকে নিয়ে আসা হয়, তখন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়েছিল। পরে তাঁকে পরীক্ষা করে বলা হয় তিনি মারা গিয়েছেন। এখন হাসপাতালে পৌঁছচ্ছেন হাসপাতালের প্রবীণ চিকিৎসকরা। যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরাও। পুলিশের উচ্চপদস্থ কর্তারা হাসপাতালে উপস্থিত রয়েছেন।