শিলিগুড়িতে পৌঁছালেন রিচা ঘোষ

সকাল থেকেই একটু একটু করে ভিড় জমছিল বাগডোগরা বিমানবন্দরে। সকাল এগারোটা নাগাদ এশিয়া জয়ের হাসি নিয়ে বিমানবন্দরে পা রাখতেই চারিদিকে তেরাঙ্গার ভিড়ে হারিয়ে গেলো অন্য সব রং। বাগডোগরা বিমানবন্দরে নামার পরে সেখান থেকে রিচাকে আনার জন্য পরিবারের লোকদের সঙ্গে খাদা, ফুল, মালা নিয়ে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিষদের সচিব মনোজ বর্মা ও অন্যরাও। বাগডোগরার একটি ক্লাবের সদস্যেরা বিমানবন্দরেই তাঁকে সংবর্ধনা জানান।

এবং কলেজপাড়ায় নিজের ক্লাব বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে যান রিচা। তাঁর সম্মানে শিলিগুড়ির মেয়র এবং পরিবারের উদ্যোগে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় সেবক রোডের একটি ইন্ডোর মাঠে এবং তাকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সেদিন ছোটো ছোটো বাচ্চারা জন্মদিনের শুভেচ্ছাবার্তা লেখা জার্সিতে খেলতে নেমেছিল।

 রিচা এ দিন বলেন,  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যখন জিতেছিলাম, ভাল লেগেছিল। এশিয়ান গেমস জিতেও দারুণ খুশি হয়েছি। পরিশ্রম করার দিকে আমরা বিশেষ নজর দিয়েছিলাম। তাই সাফল্য এসেছে। এটা ধরে রাখতে হবে। তবে এবার রিচাদের পরবর্তী লক্ষ্য বিশ্বকাপ।