এক শৃঙ্গ গন্ডার জন্য বিখ্যাত জলদাপাড়া অভয়অরণ্য জাতীয়উদ্যান।এই জলদাপাড়ার জঙ্গল থেকে বেড়িয়ে সোমবার সকালে গ্রামে দাপিয়ে বেড়ায় একটি পূর্ণবয়স্ক গন্ডার। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার এক নাম্বার ব্লকের অন্তর্গত পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের সিমলাবাড়ি এলাকায়। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গন্ডারটি লোকালয়ে চলে আসায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
পরবর্তীতে খবর দেন চিলাপাতা রেঞ্জের বনকর্মীদের।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা। গণ্ডারটি গ্রামের একটি সুপারি বাগানে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন বনকর্মীরা। গন্ডারটিকে জঙ্গলে ফেরাতে আনা হয় বনোদপ্তরের পোষা কুনকি হাতি। বাজিও ফাটান বনকর্মীরা।বহু সময় ধরে চেষ্টার পর অবশেষে গন্ডারটিকে জঙ্গলে ফেরান বনকর্মীরা।
বনদপ্তর এর অনুমান চিলাপাতা বা জলদাপাড়া থেকে গণ্ডারটি লোকালয়ে চলে এসেছিল।গণ্ডারটি জঙ্গলে চলে যাওয়া স্বস্তিতে স্থানীয়রা। উল্লেখ্য এর আগেও ওই এলাকায় একটি গণ্ডার প্রতিনিয়ত চলে আসতো এবং ভুট্টা ক্ষেত সাফাই করে করে দিত।