শ্রদ্ধার সাথে পালিত হল বিপ্লবী দীনেশচন্দ্র গুপ্তর আবির্ভাব দিবস

৬ ডিসেম্বর ১৯১১ সালে জন্মগ্রহন করেন এই বিপ্লবী। তবে দেশের স্বার্থে ৭ই জুলাই ১৯৩১ সালে মাত্র ২০ বছর বয়সেই শহীদ হন তিনি।  ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী একজন স্বনামধন্য বাঙালি বিপ্লবী ছিলেন এই তরুন  দীনেশ গুপ্ত । তিনি ঢাকা ও মেদিনীপুরে বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন। মেদিনীপুরে তার সংগঠন পরপর তিনজন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করেছিল।

১৯৩০ সালের ৮ ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে তিনি ও বাদল গুপ্ত কলকাতার রাইটার্স বিল্ডিং  ভবনে অভিযান চালিয়ে, বিভাগের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করেন। রাইটার্স বিল্ডিং-এর অলিন্দে পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধে বেশ কয়েকজন উচ্চপদস্থ ইউরোপীয় কর্মচারী গুরুতরভাবে আহতও হন। এরপর তারা আত্মহত্যার চেষ্টা করেন। অপর দুই বিপ্লবী বিনয় বাদল আত্মহত্যায় সমর্থ হলেও মৃতপ্রায় দীনেশকে পুলিশ বাঁচিয়ে তুলতে সক্ষম হয়। বিচারে তার ফাঁসির আদেশ হয়। মৃত্যুর পূর্বে জেলে বসে তিনি কয়েকটি চিঠি লিখেছিলেন।

এই চিঠিগুলি ভারতের বিপ্লবী ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল এবং সাহিত্যিক বিচারেও অত্যন্ত মূল্যবান। শুক্রবার সেই মহান বিপ্লবী দীনেশ চন্দ গুপ্তর ১১৩ তম আবির্ভাব দিবস শ্রদ্ধার সাথে পালন করলো শিলিগুড়ি পুরসভা। এদিন জলপাইমোড়ে তার মুর্তিতে পুস্প দিয়ে শ্রদ্ধা জানান মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ৪নম্বর বোরো চেয়ারম্যান জয়ন্ত সাহা সহ অন্যান্য পুর আধিকারিকেরা।