গদাধর নদীতে ভাঙ্গন শুরু হওয়ায় সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা

উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি কমার পাশাপাশি কমছে নদীর জল। আর নদীর জল কমতেই শুরু হয়েছে নদী ভাঙ্গন। তুফানগঞ্জ এর দেওচড়াই গ্রাম পঞ্চায়েত এলাকায় গদাধর নদীতে ভাঙ্গন শুরু হওয়ায় সমস্যায় পড়েছে দেওচড়াই গ্রাম পঞ্চায়েত এর ঝরঝরি এলাকার বাসিন্দারা।

নদীর জল কমতে থাকায় শুরু হয়েছে ভাঙ্গন। ইতিমধ্যে একটি বাড়ি চলে গেছে নদী গর্ভে। ধীরে ধীরে চাষের জমি থেকে শুরু করে বাড়িঘর গ্রাস করছে গদাধর নদী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েক বছর ধরেই ওই এলাকায় চলছে নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন ঠেকাতে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছিল স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় এসে মাপজোক করে গেলেও তৈরি হয়নি বাঁধ।

প্রশাসনের উদাসীনতার কারণে বর্তমানে ভিটেবাড়ি হারিয়ে পরিবার নিয়ে অসহায় ঝরঝরি এলাকার বাসিন্দা বকুল চন্দ্র শীল। ইতিমধ্যেই বকুল চন্দ্র শীলের বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। বর্তমানে পরিবার নিয়ে আর মাথা গোঁজার ঠাঁই নেই বকুলের। বকুল চন্দ্র শীলের বাড়ির পাশাপাশি নদীগর্ভে যেতে বসেছে ওই এলাকার বেশ কিছু বাড়ি। একইভাবে ভাঙ্গন চলতে থাকলে কয়েকদিনের মধ্যে নদীগর্ভে চলে যাবে গ্রামের যোগাযোগ এর একমাত্র রাস্তা টিও। সমস্যায় পড়বে ৫০ থেকে ৬০ টি পরিবার। তাই বর্তমানে প্রশাসনের সহযোগিতার অপেক্ষায় দিন গুনছেন অসহায় গ্রামবাসীরা।