রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হবার পর নতুন রুপ পাচ্ছে মমতার মন্ত্রীসভা। মূলত, মুখ্যমন্ত্রী সোমবার জানিয়েছিলেন, ‘ রদবদল করতে হবে, সুব্রতদা মারা গেছেন, সাধন পাণ্ডে মারা গেছেন, পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন, এদের কাজ কে করবেন? … ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে দলের কাজে লাগানো হবে, কারন , পার্থ চট্টোপাধ্যায়ের ৪টি দফতর মিলিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে ১১টি দফতর। তাই মমতার কথা মত, ৫-৬ জনকে নতুন নিয়ে আসা হবে। সেমতই আজ বুধবার মন্ত্রিসভায় রদবদল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিকেল ৪টে নাগাদ নতুন মন্ত্রীদের শপথগ্রহণ রয়েছে রাজভবনে।
ইতিমধ্যে সূত্র মারফত খবর মিলেছে, জেলা সভাপতির পদ থেকে সরানোর পর মন্ত্রীসভায় আনা হতে পারে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীকে। পাশাপাশি মন্ত্রীসভায় প্রথমবার ঠাঁই পেতে পারেন বরানগরের বিধায়ক তাপস রায়, বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। তবে মন্ত্রীসভা থেকে বাদ পড়তে পারেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।
এদিকে মমতার মন্ত্রীসভায় রদবদল নিয়ে রাজনৈতিক মহলের একাংশ জানাচ্ছেন, এবার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়া পড়তে চলেছে? কারন, এঁদের বেশির ভাগই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত । অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যুব তৃণমূলের রাজ্য সভাপতি ছিলেন, তখন উত্তর ২৪ পরগনার যুব তৃণমূলের সভাপতি ছিলেন পার্থ ভৌমিক। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছিলেন বাবুল সুপ্রিয়ও। অর্থাৎ মন্ত্রী বাছাইয়ের পর্বে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক ঘটল তা বলাই বাহুল্য।