১৭ দিন টানেলে আটকে থাকার পর উদ্ধার, অবশেষে আজ বাড়ি ফিরছেন কোচবিহারের মানিক

টানা ১৭ দিন টানেলে আটকে থাকার পর উদ্ধার এবং আজ অবশেষে ঘরে ফিরছেন কোচবিহারের তুফানগঞ্জের মানিক তালুকদার। শুক্রবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এদিন বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাতেই মানিককে সংবর্ধনা দেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও বলরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ গ্রামের মানুষেরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাড়ি ফিরতে পেরে ভালো লাগছে। পরিস্থিতি খুবই খারাপ ছিল তবে আমরা ভয় পাইনি। প্রথম ১৮ ঘন্টা আমরা অক্সিজেন পাইনি। পাম্প দিয়ে জল বের করে দেওয়ার পর বাইরের লোকেরা বুঝতে পারেন আমরা ঠিক আছি। তারপর আমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়। ১০ দিন মুড়ি খেয়ে কাটিয়েছিলাম।‌‌ তবে মনোবল ছিল।” এর পাশাপাশি তিনি রাজ্য সরকারের কাছে কাজের ব্যবস্থা করারও আবেদন জানান।