অতি সহজেই তুলে ফেলুন ট্যান, টোটকা লুকিয়ে রয়েছে আপনারই বাড়িতে

বাইরে বেরলেই ঝলসে যাওয়ার মতো গরম। যে কেউ এই মারাত্মক রোদে বেরলেই মুখে পড়ে যাচ্ছে কালো ট্যান। এমন অবস্থায় বার বার পার্লারে গিয়ে কাঁড়ি খানিক টাকা খরচ করার তো কোনও মানে হয় না। তাই ঝাড়খণ্ডের রাঁচীর বিউটিশিয়ান করিশ্মা জানাচ্ছেন, রান্নাঘরে থাকা অতি সাধারণ জিনিসপত্র নিয়ে কী ভাবে মুখের ট্যান অতি সহজেই তুলে ফেলা যায়। করিশ্মা জানাচ্ছেন, প্রথমে একটি জায়গায় কাঁচা হলুদ বেটে নিন। এক চামচ কাঁচা হলুদ বাটার সঙ্গে মেশান এক চামচ বেসনের পেস্ট। তারপর এই মিশ্রণে মেশান এক চামচ গোলাপ জল৷ এই পেস্ট সপ্তাহে দু’বার লাগান।

এছাড়া, দিনে দু’বার এক মিনিট শসা দিয়ে মুখে ম্যাসাজ করতে পারেন। শসা ভিটামিন সি এবং ই সমৃদ্ধ৷ যা মুখের দাগ দূর করতে সাহায্য করে এবং মুখের কালো ভাব দূর করতেও বেশ সহায়ক। ঘর থেকে বাইরে বের হওয়ার আধ ঘণ্টা আগে সানস্ক্রিন লাগানোর চেষ্টা করুন। এছাড়াও, প্রতি তিন ঘণ্টা অন্তর সানস্ক্রিন প্রয়োগ করুন। এতে মুখ কালো হবে না। সানস্ক্রিনের বদলে লাগাতে পারেন অ্যালোভেরা জেলও।

প্রতিদিন অ্যালোভেরা জেল দিয়ে ৫ মিনিট ভালভাবে ম্যাসাজ করার চেষ্টা করুন৷ কারণ, অ্যালোভেরা জেলে রয়েছে ভিটামিন ই এবং ৯৯% জল, যা আপনার মুখের ত্বককে হাইড্রেট করবে এবং মুখের কালো দাগ দূর করবে মাত্র এক মিনিটে৷ এক সপ্তাহের মধ্যেই ফলাফল দেখতে পাবেন। এই সময় প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ারও চেষ্টা করুন। কারণ, অত্যধিক গরমে মুখের কোষ ২১ দিন অন্তর পরিবর্তিত হয়। প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করলে আপনার মুখে নতুন কোষ তৈরি হয়৷ মুখের সতেজতা ও উজ্জ্বলতা আসে। এছাড়া দূর হয় মুখের দাগ ও কালো ভাবও।