স্বস্তির বৃষ্টি জলপাইগুড়িতে

বুধবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়েই।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে।

এদিন সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টির দেখা মেলায় বিগত কয়েকদিন ধরে তীব্র দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি জেলাবাসীর। তবে আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী ধীরে ধীরে তাপমাত্রার বারুদ নামতে শুরু করেছে জলপাইগুড়িতে।

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।