মিললো স্বস্তি, সভার অনুমতি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা

চলতে থাকা একাধিক জল্পনার মাঝে বড় স্বস্তি পেল রাজ্যের বিরোধী দলনেতা, অনুমতি পাওয়া গেলো সভার। রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর খেজুরির সভাকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তাপ। সভা করতে পারবে কিনা এই নিয়ে জটিলতা কাটাতে কলকাতা হাইকোর্টেও দায়ের হয়েছিল মামলা৷ এবার সেই মামলায় বিরাট জয় পেল শুভেন্দু।

প্রসঙ্গত, বিরোধী দলনেতার সভার আগেই কাঁথিতে ১৪৪ ধারা জারি হয়েছিল। নির্দেশ এসেছিল জেলা প্রশাসনের তরফে। এবার প্রশাসনের সেই নির্দেশই খারিজ করল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ রায় গেল শুভেন্দুর পক্ষেই। আজ ২৬ অগাস্ট শুভেন্দুর সভায় অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

এদিন সমস্ত ঘটনা শুনে কিছুটা ক্ষোভের সুরে বিচারপতি সেনগুপ্ত বলেন, ‘‘এটা পুলিশ শাসিত রাজ্য নয় বা জরুরি অবস্থাও জারি হয়নি। এভাবে ১৪৪ ধারা জারি করা যায় না।” আদালতের নির্দেশ, দুপুর ২ টো থেকে বিকেল ৬ টা পর্যন্ত সভা করা যাবে। সভায় কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না।