স্বস্তি বজায় রয়েছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়

নতুন প্রজাতি এবং শীতের মরশুম, দুইয়ের মাঝেও বিগত বেশ কয়েকদিন ধরে বড়ো স্বস্তি মিলছে সংক্রমণের সংখ্যায়। ওমিক্রন সংক্রমণের মাঝেও দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আপাতত স্বস্তি বজায় থাকল। আজও দেশের দৈনিক সংক্রমণ ৮ হাজারের নীচে রয়েছে এবং কমেছে মৃত্যুও। এদিকে ধীরে ধীরে বাড়ছে টিকাকরণের হার। তবে এখনো পর্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ অবলম্বন করছে কেন্দ্র এবং রাজ্য সরকার গুলি। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সংক্রমণ যে পরবর্তী ক্ষেত্রে বাড়তে পারে তার আশঙ্কাও রয়েছে।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ দেশের ভাইরাস আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৭৪ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩০৬ জনের। সব মিলিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৬ লক্ষ ৯০ হাজার ৫১০ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ৭৫ হাজার ৪৩৪। এদিকে দেশের সংক্রমণের হার কিঞ্চিৎ বেড়ে হয়েছে ৫.২৯ শতাংশ এবং সেই হার গত একদিনে ০.৬৫ শতাংশ। পাশাপাশি দেশের মোট টিকাকরণের সংখ্যা ১৩২ কোটি ৯৩ লক্ষ ৮৪ হাজার ২৩০ ডোজ, গত ২৪ ঘণ্টায় ৮৯ লক্ষ ৫৬ হাজার ৭৮৪ ডোজ। যদিও দেশের মোট মৃত্যুর সংখ্যা নিয়ে গবেষকদের একাংশের মধ্যে সন্দেহ রয়েছে কারণ তাদের বক্তব্য কেন্দ্রীয় সরকার সঠিক তথ্য সামনে আনছে না।

প্রসঙ্গত, ওমিক্রন ডেল্টার চেয়েও বেশি সংক্রামক বলে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ তবে এর মারন ক্ষমতা অনেকটাই কম৷ ওমিক্রন ভ্যাকসিনকেও ফাঁকি দিতে পারে বলে জানিয়ে দিলেন বিশেষজ্ঞরা৷ কমাতে পারে টিকার কার্যকারিতা৷ এখনও পর্যন্ত যে তথ্য্ পাওয়া গিয়েছে তাতে, ‘ওমিক্রন’ ডেল্টার চেয়েও অধিক সংক্রামক হওয়ায় জনগোষ্ঠীতে দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রয়েছে৷ ফলে গোষ্ঠী সংক্রমণ দেখা দিতেই পারে৷ সেই সঙ্গে ফাঁকি দিতে পারে টিকার সুরক্ষা বলয়কেও। তবে কতটা ফাঁকি দিতে সক্ষম হবে, সেটাই দেখার বিষয়।