গত বছরের তুলনায় এবছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছিল করোনা। তবে এবার দীর্ঘ সময় বাদে দেশের করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তির নিঃশ্বাস পড়ল দেশে। গত কয়েকদিন একইরকম নিম্নমুখী করোনা গ্রাফ। আশার আলো দেখছে দেশবাসী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। দু’সপ্তাহেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে তা কমছে। আপাতত সবচেয়ে বড় স্বস্তির কারণ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লক্ষ পেরিয়ে গেল। আপাতত দেশে সক্রিয় রোগী রয়েছেন ১৭ লক্ষ ৯৩ হাজার ৬৪৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২০৭ জন। অতিমারির শুরু থেকে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৩৫ হাজার ১০২ জনের।
প্রায় দেড় মাস দিন পর কিছুটা স্বস্তি। বাংলায় সংক্রমণের হার কমছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দশ হাজারের কম মানুষ। দৈনিক আক্রান্তের সংখ্যা ৯,৪২৪ জন। করোনাভাইরাসে প্রাণ গিয়েছে ১৩৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৭, ৭২২ জন। সুস্থতার হার ৯৩ শতাংশের বেশি।