ওমিক্রনের সংক্রমণের মাঝেই স্বস্তির নিঃশ্বাস রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়। আজ বাংলাতেও দৈনিক ভাইরাস আক্রান্তের সংখ্যা আগের তুলনায় কমেছে যা সত্যিই ভালো খবর। একই সঙ্গে সুস্থতার হার বেড়েছে এবং পজিটিভিটি রেট কমেছে। ভাইরাসের নতুন প্রজাতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ এবং আতঙ্ক বহাল গোটা বিশ্ব জুড়ে তবে তার মধ্যে বাংলার আজকের করোনাভাইরাস পরিসংখ্যান যথেষ্ট স্বস্তির।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ রাজ্যে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৬০৮ জন এবং তাদের মধ্যে কলকাতায় আক্রান্ত ১৫৮ জন এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১২৭ জন। এদিকে সংক্রমণে ফের তৃতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনা এবং চতুর্থ স্থানে হুগলি। দুই জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৯ ও ৪৫ জন। অন্যদিকে ভাইরাসে আজ রাজ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের। সব মিলিয়ে রাজ্যের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ১৮ হাজার ০১৬ জন এবং মৃত্যু হয়েছে ১৯ হাজার ৫২৩ জনের। এদিকে আজ রাজ্যে ভাইরাসকে পরাস্ত করে বাড়ি ফিরেছেন ৬১৫ জন, সব মিলিয়ে মোট বাড়ি ফিরেছেন ১৫ লক্ষ ৯০ হাজার ৮২৩ জন। এই মুহূর্তে রাজ্যের সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ এবং পজিটিভিটি রেট ১.৫৭ শতাংশ।
ইতিমধ্যেই করোনাভাইরাস নতুন প্রজাতি নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার এবং সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল গুলিকে নির্দেশিকা চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা বিমানযাত্রীদের উপর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং একইসঙ্গে টিকাকরণের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র। তবে এখনো ভাইরাসের এই নতুন প্রজাতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং জানার চেষ্টা করা হচ্ছে যে আদতে ভ্যাকসিন এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে কিনা। তবে বিশেষজ্ঞদের মতে ভ্যাকসিন দেওয়া থাকলে তা অবশ্যই কিছুটা হলেও সাহায্য করবে রোগীকে।