ধীরে ধীরে স্বস্তি মিলছে করোনা আক্রান্তের সংখ্যায়। তবে বিগত কদিন বজায় থাকল করোনা আক্রান্তের সংখ্যা। দেশের দৈনিক সংক্রমণ শুক্রবারও থাকল ৫০ হাজারের বেশি। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫১ হাজার ৬৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে খানিকটা কম। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লক্ষ ৩৪ হাজার ৪৪৫। সংক্রমণ কমলেও মৃত্যু সংখ্যা এখনও চিন্তা বৃদ্ধি করছে। গত তিন দিন ধরেই দেশে দৈনিক মৃত্যু কমবেশি একই রয়েছে। মৃত্যুর হার নিয়ে এখনও পুরোপুরি চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জনের। কিন্তু কমছে সুস্থতার সংখ্যা। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ হাজার ৫২৭ জন। স্বাস্থ্যমন্ত্রকের জন্য বড় স্বস্তির জায়গা হল অ্যাকটিভ কেস। সক্রিয় রোগীর সংখ্যা দেশে এখন ৬ লক্ষ ১২ হাজার ৮৬৮ জন।
দেশের মধ্যে ৫/৬টি রাজ্যে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য। এ গুলি হল মহারাষ্ট্র (৯,৮৪৪), কেরল (১২,০৭৮), তামিলনাড়ু (৬,১৬২), অন্ধ্রপ্রদেশ (৪,৯৮১), কর্নাটক (৩,৯৭৯) এবং ওড়িশা (৩,৬৫০)। অসমেও আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশি রয়েছে। পশ্চিমবঙ্গে অবশ্য তা দু’হাজারের নীচে নেমেছে। তেলঙ্গানায় তা ১ হাজারের বেশি। বাকি রাজ্যগুলিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-এর নীচে রয়েছে।