রেহাই মিলতে পারে অবিরাম বৃষ্টির থেকে

নিম্নচাপ চলছে রাজ্য জুড়ে। তার জেরে জল যন্ত্রনায় হাগতে হচ্ছে রাজ্য জুড়ে বঙ্গবাসীকে। গতকাল রাত অবধি ঝোড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জল জমেছে। কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই বর্ধমানে ভারী বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাতেও প্রবল বৃষ্টি হয়েছে। পুজোর আগে একের পর এক নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জেরে নাজেহাল সাধারণ মানুষ। তার মধ্যে রয়েছে কলকাতা পুরসভা এলাকার ভবানীপুর বিধানসভা কেন্দ্র। প্রার্থী হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

জরুরি পরিস্থিতিতে হয়েছে বৈঠক। নবান্নে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা–সহ শীর্ষ আধিকারিকরা। এই বর্ষণমুখর পরিস্থিতি দেখে নাগাড়ে বৃষ্টির জেলাগুলির কি হাল তা জানতে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে সেই রিপোর্ট নিয়েও আলোচনা চলছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন।

পাশাপাশি এরই মাঝে রয়েছে সুখবর কিছুটা হলেও আশার কথা শুনিয়েছে কলকাতা আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে কিছুটা উন্নতি হবে আবহাওয়ার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতেই বৃষ্টি কমতে পারে। এছাড়াও আজ বিকেলের পর থেকেই ঝোড়ো হাওয়ার দাপট কমবে উপকুলবর্তী এলাকায়।