কার্যত গত কয়েকদিন লাগাতার নিম্নম্নুখী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কিছুটা স্বস্তি মিলল। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৩৩ হাজার ১৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লক্ষ ছাড়িয়ে গেল। তবে, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও মৃতের সংখ্যা আশার আলো দেখাল। সেই সঙ্গে অনেকটা বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের। গোটা অতিমারি পর্বে দেশে ৩ লক্ষ ৩৭ হাজার ৯৮৯ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ১১ হাজার ৪৯৯ জন।
অন্যদিকে করোনার সংক্রমণ আরও কমল পশ্চিমবঙ্গে। গতকালের পর আজ সংক্রমণ আরও কমে নেমে এল ৯ হাজারের নীচে। স্বাস্থ্য দফতরের আজকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন। তবে করোনায় মৃত্যুর নিরিখে উদ্বেগ এখনও কমেনি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ১৩৫ জনের মৃত্যু হয়েছে করোনায়। কলকাতায় মারা গেছেন ৩৮ জন।