অক্ষয় তৃতীয়া উপলক্ষে রিলায়েন্সের তাঞ্জাভুর কালেকশন

ভারতের সবচেয়ে বিশ্বস্ত জুয়েলারি ব্র্যান্ড রিলায়েন্স জুয়েলস ২০২৩ সালের অক্ষয় তৃতীয়া কালেকশন লঞ্চ করল। ঐতিহ্যবাহী শহর তাঞ্জাভুরের শিল্পকলা থেকে অনুপ্রাণিত হওয়ায় অক্ষয় তৃতীয়ার কালেকশনটি তাঞ্জাভুর কালেকশন  নামে লঞ্চ করেছে রিলায়েন্স।

এই অক্ষয় তৃতীয়া কালেকশনটি তাঞ্জাভুর মন্দিরের শৈল্পিক ঐতিহ্য, রাজপ্রাসাদের রাজকীয় দরবার হল, আরাধ্য বোমাই পুতুল এবং মহিমান্বিত পুম্পুহার জাহাজ থেকে নেওয়া হয়েছে।লঞ্চ উপলক্ষে রানওয়ে শো-এ অভিনেত্রী জাহ্নবী কাপুর শোস্টপার পিস পরে র্যা ম্প শো করেন। শো স্টপার পিস কালেকশনটি- হীরা-জড়ানো নেকলেস এবং কানের দুলটি মন্দিরের মিক্স ডিজাইন দ্বারা অনুপ্রাণিত। যার গোলাপ গুলিও ছিল সোনার তৈরি।

রিলায়েন্সের জুয়েলসের এই কালেকশনটি ঐতিহ্যগত শিল্প এবং সমসাময়িক ডিজাইনের একটি নিখুঁত মিশ্রণ। যা আধুনিক যুগের মহিলাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।