ভারতের বৃহত্তম রিটেলার রিলায়েন্স রিটেল শিলিগুড়িতে লঞ্চ করল তাদের নতুন ফ্যাশন স্টোর ফরম্যাট ‘ফ্যাশন ফ্যাক্টরি’। ১৩তম ফ্যাশন ফ্যাক্টরি স্টোরটির উদ্বোধন হয়েছে শিলিগুড়ির স্টেশন ফিডার রোডে।
ফ্যাশন ফ্যাক্টরি স্টোরে ‘হাইলি ফ্যাশনেবল’ ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল ব্র্যান্ডের পণ্য পাওয়া যায় মনের মতো দামে। এক ছাদের নিচে সবরকম ফ্যাশনের চাহিদা পূরণ করে ফ্যাশন ফ্যাক্টরি। নামী ব্র্যান্ডের পণ্য এখানে ২০ থেকে ৭০ শতাংশ ছাড়ে পাওয়া যায়।
শিলিগুড়িতে ফ্যাশন ফ্যাক্টরি পুরুষ, নারী ও শিশুদের দুইশতাধিক ব্র্যান্ডের ফ্যাশনসম্মত পণ্যসামগ্রী কেনাকাটার সুযোগ দেবে সাশ্রয়ী মূল্যে। শিলিগুড়িতে ফ্যাশন ফ্যাক্টরির কালেকশনে রয়েছে নানারকম সামগ্রী, যেমন অ্যাপারেল, ইনার ওয়্যার, ফুটওয়ার, হ্যান্ডব্যাগ, লাগেজ ও অ্যাক্সেসরিজ। বিভিন্ন স্টাইলের মধ্যে রয়েছে ওয়েস্টার্ন, এথনিক, ফর্মাল, ক্যাজুয়াল, ফিউশন, অ্যাথলেজার ও স্পোর্টস।