খারিজ হল আবেদন

করোনা পরিস্থিতিতে আবেদন করেও লাভ হল না কিছু, খারিজ হল আবেদন। আবেদন মঞ্জুর করলনা আদালত। আগামী শুনানি পর্যন্ত জেলেই থাকতে হবে তাকে। তিনি জেলবন্দি থেকে গৃহবন্দি থাকার আবেদন করেছিলেন। জেলে নয়, রাজধানী এক্সপ্রেস পণবন্দি এবং খুনের মামলায় গৃহবন্দি থাকতে চেয়েছিলেন ছত্রধর মাহাতো। কিন্তু ছত্রধর মাহাতোর গৃহবন্দি থাকার আবেদন খারিজ করল এনআইএ স্পেশাল কোর্ট। প্রেসিডেন্সি জেলেই থাকবেন রাজধানী এক্সপ্রেস অপহরণকাণ্ডে ধৃত ছত্রধরকে। ছত্রধর মাহাতো তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে গৃহবন্দি থাকার আর্জি জানিয়েছিলেন। আগামী ১৫ জুন ফের মামলার শুনানি। তিনি ছত্রধর মাহাতো, একদা মাওবাদী নেতা থেকে অধুনা রাজনৈতিক নেতা।

উল্লেখ্য, রাজধানী এক্সপ্রেস ‘হাইজ্যাক’ মামলায় গত ২৮ মার্চ ছত্রধর মাহাতোকে গ্রেফতার করে এনআইএ। ২০০৯ সালে ২৭ অক্টোবর তাঁর মুক্তির দাবিতে ঝাড়গ্রামের কাছে বাঁশতলা স্টেশনে  রাজধানী এক্সপ্রেস আটক করেছিল মাওবাদী ও জনসাধারণের কমিটি। পরবর্তীকালে ২০০৯ সালে সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের মামলায়ও অভিযুক্ত করা হয় তাঁকে। ২০১০ সালে তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ। সেই মামলায় গ্রেফতার হয়েছিলেন ছত্রধর।