কোথায় কোথায় জারি হয়েছে লাল সতর্কতা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে ধেয়ে এসছে ঘূর্ণিঝড় ‘দানা’। এই মুহূর্তে ঘণ্টায় ১২০ কিমি বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়।

সকাল থেকেই এর প্রভাব দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর-সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে ‘দানা’। ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়।

ঘূর্ণিঝড় ‘দানা’র দুর্যোগের আশঙ্কায় জোর তৎপরতায় রাজ্য প্রশাসন। ঘূর্ণিঝড়ের সর্বাধিক প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায়। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও ক্ষতির পরিমাণ বেশি থাকবে। সর্বোচ্চ প্রভাব পড়বে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। জারি হয়েছে লাল সতর্কতা।