নিয়োগ প্রক্রিয়া এল বড় আপডেট

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বছরের পর বছর ধরে বন্ধ নিয়োগ প্রক্রিয়া।

গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষক থেকে প্রধান শিক্ষকের অভাবে তৈরি হয়েছে হাজার হাজার শূন্য পদ। রাজ্যজুড়ে বর্তমানে প্রায় ৫০ শতাংশেরও বেশি স্কুলে শূন্য পড়ে রয়েছে প্রধান শিক্ষকের আসন। দাবি করা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার সমস্ত বিধি শেষ হয়েছে অনেক আগেই।

কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর বর্তমানে রাজ্যে মোট পাঁচ হাজারের বেশি শূন্য পদ তৈরি হয়েছে। যা ছয় মাস আগেও ছিল চার হাজারের বেশি। আর ২০১৯ সালে যেবার শেষ শিক্ষক নিয়োগ হয়েছিল সেবার প্রধান শিক্ষকের শূন্য আসন সংখ্যা ছিল প্রায় আড়াই হাজার।