নিয়োগ-‘দুর্নীতি’ তদন্তের মধ্যেই ফের রাজ্যে শিক্ষক নিয়োগ। ৬ বছর পর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ। বৃহস্পতিবার এসএসসি – র তরফে একটি নোটিশ প্রকাশ করা হয়। দ্রুতই প্রকাশিত হবে এ সংক্রান্ত নিয়োগ – বিজ্ঞপ্তি। কত শূন্য পদ , পরীক্ষার তারিখ,যাবতীয় তথ্য জানানো হবে ওই বিজ্ঞপ্তিতে। নবম – দশম ও একাদশ – দ্বাশম স্তরে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। প্রধান শিক্ষক পদেও নিয়োগ হবে বলে নোটিস দিল এসএসসি।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগের ব্যাপারে অর্থাৎ যে শিক্ষক নিয়োগ নিয়ে এত দুর্নীতির অভিযোগ। পাশাপাশি একাধিক বিষয়ে ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরু করেছে। যার ফলে একাধিক ব্যক্তির নাম উঠে আসছে। সেই শিক্ষক নিয়োগের ফলে জট সৃষ্টি হয়েছিল। সেই জটের ফলে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ ছিল, প্রায় ৬ বছর। ২০১৬ সালে শেষ শিক্ষক নিয়োগ হয়েছিল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরে।
শিক্ষা দপ্তর সূত্রে খবর শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর এসএসসি – কে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। তার পরেই এই নোটিস প্রকাশিত করে স্কুল সার্ভিস কমিশন।