কোন নতুন মোড় নেবে নিয়োগ দুর্নীতি মামলা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিতে গতবছর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে খুললো খাতা।

তারপর একে একে তার সময়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে যারা উচ্চ পদে ছিলেন—সেই পর্ষদ মানিক ভট্টাচার্য, এসএসস্যার প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহাদেরও এখন দিন কাটছে জেলের ঘানি টেনেই। যার নবতম সংযোজন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এই সুজয়কৃষ্ণ, কুন্তল, শান্তনু এদের কয়েক জনকে বাদ দিলে বলতে হয় পার্থ জামানার প্রায় গোটা শিক্ষা দফতরই এখন শ্রীঘরে।

সেই নিয়ে চর্চার মধ্যেই এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর নজরে রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিমের দফতর। টিম নিয়ে পুর ও নগরোন্নয়ন দফতরে দুর্নীতির রহস্যভেদ করতে নেমে পড়ল সিবিআই। আর এর নেপথ্যে যেই একটা নাম না বললেই নয় তা হল নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীল। এবার পরবর্তীতে এই তদন্ত কোন নতুন মোড় নেবে? সেই নিয়ে জোর চৰ্চা সর্বত্র।