নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা, মারাত্মক দাবি তুললেন অর্পিতার আইনজীবী

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আজ সোমবার বহুদিন পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট -এর বিশেষ আদালতে সশরীরে হাজিরা দেন অর্পিতা। আর এদিনই আদালতে একের পর এক মারাত্মক দাবি তুললেন অর্পিতার আইনজীবী।

সোমবার আদালতে আইনজীবীর মাধ্যমে অর্পিতা সাফ জানান, ‘‘আমার বাড়ি থেকে টাকা গয়না উদ্ধার হয়েছে। কিন্তু আমি পরিস্থিতির শিকার। মাস্টারমাইন্ড হলেন পার্থ।’’ তার মক্কেল সম্পূর্ণ নির্দোষ বলেই এদিন আদালতে বারংবার দাবি করেন তার আইনজীবী।

পাল্টা ইডির দাবি, নিজের দায় ঝেড়ে ফেলে দিতে বা অস্বীকার করতে পারেন না তিনি। অর্পিতা যে সব সংস্থার সঙ্গে জড়িত, সেই সব সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলে এই দাবি তুলেছেন বলে আদালতে জানায় ইডি। অর্পিতার আইনজীবী ফের বলেন তার মক্কেলের হাতে এ সব সংস্থা নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল না। পার্থ চট্টোপাধ্যায় এসব নিয়ন্ত্রণ করতেন।