নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির কারণে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট।

ফলে একধাক্কায় বাতিল হয়ে যায় ২৬,০০০ চাকরি। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এবার এই মামলাতেই সুপ্রিম কোর্টে আরও ১০০টি আবেদন জমা পড়ল। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে ওই আবেদনগুলি জমা পড়েছে।

৯৩ জন সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার ওই মামলাগুলি শুনানির তালিকায় রয়েছে। এদিকে আগামী ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল সম্বন্ধিত মূল মামলার শুনানি হওয়ার কথা।