নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই একধাক্কায় চাকরি গিয়েছে ২৬০০০ জনের।

এত সংখ্যক চাকরি বাতিল করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, ‘ব্যাপক জালিয়াতি হয়েছে, যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি।’ স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে গুচ্ছ-গুচ্ছ প্রশ্ন ওঠে। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের শীর্ষ আদালতে দ্বারস্থ হতে চাইছে কমিশন।

এসএসসি মামলার রায় ঘোষণা করে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ জানায় যারা দোষী নন, তারা নতুন করে চাকরির জন্য আবেদন করতে পারবেন। যাদের চাকরি গিয়েছে, তারা ফের পরীক্ষায় বসতে পারবে। বয়স সীমায় ছাড় দেওয়া হবে তাদের। এই নিয়েই দ্রুত চাকরিহারাদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে SSC। যোগ্যদের সুরাহা করতে খুব শীঘ্রই আদালতে দ্বারস্থ হতে পারে SSC।