রাজ্য জুড়ে চলছে ঋণের টাকা উদ্ধার করার কাজ

বিভিন্ন কারণে নেওয়া হয়েছে ঋণ, কিন্তু দেখা গেছে অধিকাংশ জায়গা তে তা শোধ হয়নি। এভাবেই অনাদায়ী ঋণের পরিমাণ প্রচুর বেড়ে গিয়েছে। অঙ্কটা বাড়তে বাড়তে প্রায় ৫০ কোটি টাকা হয়ে গিয়েছে। এই টাকা উদ্ধার করতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসর কর্পোরেশন।

ক্যাম্পে বসেই টাকা উদ্ধার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে চলছে তার প্রচার। অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের অধীন পরিচালিত এই কর্পোরেশন নানান স্কিমে ঋণ প্রদান করে। লঘু ব্যবসায়ী যোজনা, মহিলা সমৃদ্ধি যোজনা থেকে শুরু করে এনএসএফডিসি প্রকল্পের নাম রয়েছে সেই তালিকায়।

অথচ এই প্রকল্পগুলিতে ঋণ পরিশোধের হার খুবই কম, মাত্র ৩০%-৩৫%। এমতাবস্থায় ঋণের টাকা উদ্ধার অভিযান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর মাস অবধি রাজ্যের ব্লকগুলিতে ক্যাম্প করে এই লোনের টাকা পুনরুদ্ধার করা হবে।