Realme X7 Pro Ultra লঞ্চ হল MediaTek 1000+ প্রসেসর ও 64MP ট্রিপল রিয়ার ক্যামেরা সহযোগে

শেষ হয়েও যেন হচ্ছে না শেষ! জনপ্রিয় স্মার্টফোন-মেকার Realme-র ক্ষেত্রে এই কথাটা যেন সত্যিই প্রযোজ্য। কারণ, কোম্পানির X7 সিরিজে ইতিমধ্যেই একাধিক হ্যান্ডসেটে রয়েছে। Realme X7 সিরিজে আরও একটি নতুন হ্যান্ডসেট যোগ করল কোম্পানি। চলতি মাসের শুরুতেই লঞ্চ করেছে Realme X7 Pro Extreme Edition। সোমবার কোম্পানি জানিয়ে দিল যে, Realme X7 Pro Ultra এবং Realme X7 Pro Extreme Edition এই দুটি ফোন একই। তবে এদের মোনিকার্স আলাদা। আর সেই দিক থেকে দেখতে গেলে, দুটি মডেলকেই আলাদা হিসেবে গণ্য করা যেতে পারে।

আপাতত ফোনটি লঞ্চ করা হয়েছে কেবল মাত্র চিনের মার্কেটের জন্যই। RAM এবং স্টোরেজ ক্যাপাসিটির উপরে নির্ভর করে এই Realme X7 Pro Ultra ফোনের মোট দুইটি ভ্যারিয়্যান্টস রয়েছে। আর সে দুটি হল – 8GB+128GB এবং 12GB+256GB। এদের দাম যথাক্রমে 2,299 yuan বা 25,695 টাকা এবং 599 yuan বা 29,050 টাকা।

Realme X7 Pro Ultra ফিচার্স ও স্পেসিফিকেশনস –

এই ফোনে একটি 6.55 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz এবং টাচ স্যাম্পলিং রেট 360Hz। এই ডিসপ্লে আবার 1200nits ব্রাইটনেস অফার করছে। ফোনে রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকছে একটি MediaTek Dimensity 1000+ প্রসেসর, যা পেয়ার করা থাকছে LPDDR4x RAM এবং UFS 2.1 স্টোরেজের সঙ্গে।

Realme X7 Pro Ultra মডেলে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে এই ফোনে থাকছে একটি 64MP ক্যামেরা। এছাড়া সেকেন্ডারি ক্যামেরার মধ্যে একটি 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Realme X7 Pro Ultra হ্যান্ডসেটে অত্যন্ত শক্তিশালী 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Realme-র তরফে দাবি করা হচ্ছে, মাত্র 35 মিনিট চার্জ দিলেই ফোনটি 100% চার্জ হয়ে যাবে। এছাড়াও চার্জের সময় ফোনের ব্যাটারি যাতে ফুলে ফেঁপে ঢোল না হয়, সেই জন্য এই মডেলে একটি VC লিকুইড কুলিং টেকনোলজি দেওয়া হয়েছে।