সুবিধাবঞ্চিত মেয়েদের সাইকেল দান করল RBL

শিলিগুড়ির সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য CSR উদ্যোগ-UMEED ১০০০-এর অধীনে শিলিগুড়িতে সুবিধাবঞ্চিত মেয়েদের ১২০টি সাইকেল দান করল RBL ব্যাঙ্ক। ব্যাঙ্কের তরফ থেকে রামকৃষ্ণ সমিতিতে এই সাইকেল প্রদান করা হয়।  দার্জিলিং-এর জেলা ম্যাজিস্ট্রেট, জলপাইগুড়ির জেলা ম্যাজিস্ট্রেট, আলিপুরদুয়ারের জেলা ম্যাজিস্ট্রেট এবং অ্যাকশনএইড ইন্ডিয়ার সহায়তায় ব্যাঙ্ক দ্বারা সুবিধাবঞ্চিত মেয়েদের চিহ্নিত করা হয়। উল্লেখ্য, RBL ব্যাঙ্কের তরফ থেকে দেওয়া হচ্ছে।

শিশুদের স্কুল বন্ধ করে দেওয়ার একটি প্রধান কারণ হল দূরত্ব। সেই কথা মাথায় রেখে মেয়েরা যাতে সহজেই  স্কুলে যাতায়াত করতে পারে সেই জন্যই RBL ব্যাঙ্কের তরফ থেকে এই সাইকেল প্রদান করা হয়েছে।  উল্লেখ্য, RBL ব্যাঙ্কের তরফ থেকে শিলিগুড়ি, হায়দ্রাবাদ, রায়পুর, চেন্নাই, কোলহাপুর, গুয়াহাটি, কলকাতা এবং গোয়া সহ ভারতের বিভিন্ন শহরে ১,০০০টিরও বেশি সাইকেল এবং স্কুল-কিট  বিতরণ করছে।

RBL ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, আর সুব্রামনিয়াকুমার বলেছেন,“আমাদের ‘কমিউনিটি অ্যাজ দ্য কজ’-এর লক্ষ্যে আমরা আমাদের অনন্য সিএসআর আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।