নয়া মোড় নিলো রেশন দুর্নীতি মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতি কাণ্ডে যেমন গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বেশ কয়েকজন।

 এবার এই মামলাতেই আদালতের তোপের মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। জানা যাচ্ছে, রেশন দুর্নীতি মামলায় ইডির তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতার বিচারভবনের বিশেষ সিবিআই আদালত।

বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শান্তনু ভট্টাচার্য, চালকল মালিক হিতেশ চন্দক, সুব্রত ঘোষ সহ মোট ৪ জনের জামিন মামলার শুনানি ছিল। তাতেই আদালতের প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।