রাস্তায় ও চা বাগানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রেশন কার্ড, আর সেই কার্ড গুলি খেলার জন্য কুড়চ্ছে কচিকাঁচারা। এমনই চিত্র ধরা পড়লো চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কস্তুরী চা ফ্যাক্টরি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গতকাল থেকে ওই এলাকায় কয়েকশো প্যাকেট ভর্তি রেশন কার্ড পড়েছিল। সেই কার্ড গুলি এলাকার কচিকাঁচারা খেলার জন্য কুড়িয়ে নিয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। বুধবার ঘটনাটি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অনুমান কার্ডগুলি বিলি না করে কেউ বা কারা এখানে ফেলে দিয়ে গিয়েছে। শুধু মাঝিয়ালি এলাকার কার্ড নয়, চোপড়া ব্লকের বেশ কিছু এলাকার কার্ড রয়েছে বলে জানা গিয়েছে। গতকালই এলাকার কচিকাঁচাদের নজরে পড়তেই প্যাকেট ছিড়ে কার্ড গুলি নিয়ে যেতে দেখেছে অনেকেই।
প্রশ্ন উঠছে এতো পরিমাণ রেশন কার্ড বিলি না করে কেন এখানে ফেলে দিয়ে গিয়েছে, নাকি কার্ডগুলি পোস্ট অফিস থেকে এনে এখানে ফেলে দিয়ে গিয়েছে তা নিয়ে এলাকার মানুষের মধ্যে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।
এবিষয়ে চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হককে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বিষয়টি চোপড়া ফুড সাপ্লাই আধিকারিক ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। কারণ এই রেশন কার্ডগুলি পোস্ট অফিস থেকে বিলি করার কথা। কিন্তু সেখানে কি করে আসলো তা তদন্ত করে দেখার জন্য প্রশাসনকে বলা হয়েছে বলে জানান তিনি।