সাইকেল যাত্রার মধ্য দিয়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস

রাষ্ট্রীয় একতা দিবস পালিত হয় ৩১অক্টোবর৷ ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিবসের সূচনা করেছিলেন। বিপ্লবী সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য এই দিনের সূচনা করা হয়। প্রতি বছর ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে এই দিনটি পালন করা হয়। এই রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি ফন্টিয়ার হেড কোয়াটার এবং রানিডাঙ্গা এসএসবি সেক্টর হেড কোয়াটার এর পক্ষ থেকে আগামী তিন দিন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মানুষকে সচেতন করার জন্য এবং এই দিনের গুরুত্ব মানুষের সামনে তুলে ধরার জন্য বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়৷ শনিবার রাষ্ট্রীয় ঐকতা দিবসকে সামনে রেখে রানিডাঙ্গা এসএসসবি ক্যাম্প থেকে একটি সাইকেল রেলি বের করা হয়৷ এদিন র্যালিটি রানিডাঙ্গা এসএসবি ক্যাম্প থেকে শুরু হয়ে বাগডোগরা পর্যন্ত চলে৷